গজারিয়া উপজেলার গজারিয়া ও হোসেন্দী ইউনিয়ন এর রাস্তা-ঘাট, ব্রীজ, স্কুলসহ সরকারের বিভিন্ন চলমান উন্নয়ন কর্মকা- পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আমিরুল ইসলাম।
বুধবার সকাল ১০ঘটিকা হইতে গজারিয়া ইউনিয়ন এর নাগেরচর-কলসেরকান্দী সড়কের কার্পেটিং এর কাজ,কলসেরকান্দী- হোসেন্দী ইউনিয়ন এর নাজিরচরের সাথে সম্ভাব্য সংযোগ সড়কের স্থান,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প ২০১৮-১৯ অর্থ বছরে নির্মিত মোতালেবর বাড়ীর পাশে খালের উপরের সেতু, কলসেরকান্দী -ইসমানিচর বেলি ব্রীজ পর্যন্ত রাস্তা,৭৩নং জামালদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্মান কাজ পরিদর্শন ও অত্র বিদ্যালয়ের ওয়াশ ব্লক এর জায়গা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে স্থান নির্বাচন করে দেন। এ সময় অন্যান্যের মধ্যে সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহাসিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, দৈনিক মুন্সীগঞ্জ কাগজ এর সম্পাদক মোহাম্মদ আরেফিন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখিঁ, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আজিজুল হক পার্থ, আতাউর রহমান স্বপন, মোহাম্মদ মেম্বার, তোফাজ্জল হোসেন প্রমুখ।
এ সময় আমিরুল ইসলাম বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পে কোন প্রকার দূর্নীতি ছাড় দেওয়া হবে না।