সুন্দরবনের আলোরকোলে ৩ দিন ব্যাপী রাস উৎসবকে কেন্দ্র করে খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের আওতাধীন এলাকায় ব্যাপক টহল কার্যক্রম পরিচালনা করা হয়। যে কারণে কোন রকম অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। ইতোমধ্যে সপ্তাহ ব্যাপী টহল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তবে সুন্দরবনের সম্পদ রক্ষায় নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারাম বলেন, রাস উৎসবকে কেন্দ্র করে এক ধরনের অসাধু চক্র বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে। সেই জন্য রাস উৎসবের ২ দিন আগে থেকে টহল কার্যক্রম চালানো হয় এবং ২ দির পর তা শেষ করা হয়। কাশিয়াবাদ স্টেশনের অধিনস্থ সব টহল ফাঁড়ির কর্মকর্তা ও স্টাফরা নিয়মিত টহল কার্যক্রম চালানোর কারণে কোন রকম অপ্রীতিকে ঘটনা ঘটেনি। তিনি নিজেই উপস্থিত থেকে সম্বনয়ের মাধ্যমে টহল কার্যক্রম পরিচালনা করেন বলে জানায়।