ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম বাজারের একটি কনফেকশনারি দোকান থেকে ২০ পিস ইয়াবাসহ রাজু মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত রাজু ভবানীপুর নামাপাড়া গ্রামের হাসান আলীর পুত্র। আজ রাতে ফুলবাড়িয়া থানার এস,আই জাহাঙ্গীর আলম, মঙ্গলবার রাতে ইয়াবা বিক্রেতা রাজুকে তার দোকান থেকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
এস আই জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারকৃত রাজু কনফেকশনারি দোকানের আড়ালে ইয়াবার ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হবে।