নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে গাড়ী চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে দু’টি চোরাই মোটরসাইকেল ও একটি সিএনজি উদ্ধার করেছে।
বুধবার সকালে ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দূর্গাপুর এলাকার আহসান উল্যার ছেলে রায়হান (২১), আবুল বাশারের ছেলে ইমাম হোসেন (২০), কিসমত করিমপুর এলাকার সাইফুল ইসলাম সজল (২০), হুমায়ন কবিরের ছেলে তাওহিদুর রহমান নিরব (২৩), আবুল কালামের ছেলে মোরশেদ (২২), রহমত উল্যার ছেলে ফিরোজ উদ্দিন (২১) ও উত্তর হাজীপুর গ্রামের লকিত উল্যার ছেলে লিমন (২৩)।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো আলমগীর হোসেন এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গাড়ী চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন বিহীন দু’টি ১৬০সিসি মোটরসাইকেল ও একটি সিএনজি উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ৭আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-০৩। তিনি আরো জানান, দুপুরে আসামীদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।