ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুজিবর রহমান (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত মুজিবর রহমানের বাড়ি উপজেলার পাতবিলা গ্রামে সে দৈনিক গ্রামের কাগজ কালীগঞ্জ এজেন্ট জাহাঙ্গির হোসেনের পিতা। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, সকালে মুজিবর রহমান রাস্তার পাশ দাঁড়িয়ে ছিল। হঠাৎ রাস্তার উপর উঠে পড়ে। এ সময় দ্রুগামি একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান। নিহতের ছেরে জাহাঙ্গির হোসেন জানান, তার বাবা সকালে বাড়ি থেকে বের মাঠের দিকে যাবার সময় রাস্তা পার হচ্ছিল। এ সময় কোটচাদপুর থেকে কালীগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে। তাকে হাসপাতালে নেবার সময় মৃত্যু হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। নিহত মুজিবর রহমান দৈনিক গ্রামের কাগজ পত্রিকার কালীগঞ্জ এজেন্ট জাহাঙ্গির হোসেনের পিতা।