জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নিয়ে ফেইসবুকে কুটুক্তি করায় সিরাজদিখান থানায় জিডি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ চৌধুরী এ নিয়ে সিরাজদিখান থানায় একটি সাধারণ ডাইরী করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গত ২৫ নভেম্বর ‘অক অুধফ’ নামের একটি আইডি থেকে বঙ্গন্ধুর ভাস্কর্যের ছবি দিয়ে লিখা হয় “ গভীর রাতে এটা দেখে শয়তানও ভয় পাবে”। এখানে ফেইসবুক আরেকটি আইডি ‘ঐস ঝযধযধষড়স ঝযধযধষড়সদ নামে কমেন্ট করেছে ‘শয়তানের প্রতিচ্ছবি’। সিরাজদিখান থানার জিডি নং ৩৭। জিডিতে ১ নং আসামি শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের সোন্ধাদিয়া গ্রামের একে আজাদ (কালিম) ও ২ নং আসামি সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের পাড়াভৌম (নন্দনকোনা) গ্রামের মৃত আজগর আলীর ছেলে শাহালম (৪২)।
এ বিষয়ে সিরাজদিখান থানার কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক জানান, জিডি হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।