গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কাঠের লাকড়ি পুড়িয়ে কয়লা তৈরি করে পরিবেশ দূষণের অভিযোগে অবৈধ কারখানা মালিক জাকির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
১ ডিসেম্বর মঙ্গলবার বিকালে উপজেলার বারিষাব ইউনিয়নের গাওরার গ্রামের ওই কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা।
তিনি জানান, অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে পরিবেশ দূষণের অভিযোগের সত্যতা পেয়ে পরিবেশ দূষণ সংরক্ষণ আইন ১৯৯৫ এর অনুযায়ী ৪ এর ‘খ’ ধারায় কারখানার মালিক জাকির হোসেনের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া আগামী দশদিনের মধ্যে কয়লা তৈরীর চুল্লিসহ সকল প্রকার সরঞ্জাম সরিয়ে নেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় কাপাসিয়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। উল্লেখ, উপজেলার বিভিন্ন জায়গায় স্থানীয় প্রভাবশালী মহলেল ছত্রছায়ায় দীর্ঘদিন যাবত বহিরাগত কিছু অসাধু ব্যবসায়ীরা জায়গাজমি ভাড়া নিয়ে চুল্লি বানিয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরী করছে। ফলে এলাকার পরিবেশ দূষণসহ বিভিন্ন প্রকার রোগবালাই বৃদ্ধি পাচ্ছে।