খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নের কাঠামারী গ্রামের মৃত অনীল সরকারের ছেলে এলাকার চিহ্নিত মাদকসেবী প্রসাদ সরকার বহাল তবিয়তে চালাচ্ছে মাদক ব্যবসা। ভ্রাতুষ্পুত্র প্রশাসনের পুলিশ বিভাগে চাকরী করায় কাউকে তোয়াক্কা না করে বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে মাদকের ব্যবসা।
জানা যায়, একাধিক মাদক, চাঁদাবাজী ও চুরি মামলার আসামি প্রসাদ দীর্ঘদিন পালিয়ে থাকার পর আবারো এলাকায় বহাল তবিয়তে মাদকের ব্যবসা চালাচ্ছে। ২০১৮সালের ২০মে ধলাই গ্রামের দক্ষিণপাড়া কালিমন্দির সংলগ্ন বটগাছের নিচে রাস্তার উপর মাদক দ্রব্য (গাঁজা) বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই লিটন বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক দ্রব্য উদ্ধার অভিযোগে সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রসাদ দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় তার সহযোগী ক্ষিতিশ মন্ডল গ্রেপ্তার হয়। এ ঘটনায় এসআই লিটন বাদী হয়ে মাদক দ্রব্য আইনে থানায় মামলা করে, যার নং-২৪। ২০১৮সালের ৫মে কাঠামারীর গোলাম মোস্তফা গাজীর কাছে ২৮হাজার টাকা চাঁদা দাবী করে। এ ঘটনায় মোস্তফা বাদী হয়ে থানায় মামলা করে। যার নং-২৯। ২০১২সালের ৩০জুলাই বাহিরবুনিয়ায় আব্দুল্লাহ গাজীর ঘরে প্রবেশ করে ৫০হাজার টাকা চুরি করে। এ ঘটনায় আব্দুল্লাহ গাজী বাদী হয়ে থানায় মামলা করে। যার নং-৬৩। ২০১১সালের ১৬মে গঙ্গারকোনার প্রদীপ সরকারের ছেলে উৎপল সরকারকে মারপিট করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় উৎপল বাদী হয়ে মাদকসেবী প্রসাদ’র বিরুদ্ধে থানায় মামলা করে, যার নং-২৩। এলাকাবাসী বেপরোয়া হয়ে উঠা মাদক ব্যবসায়ী প্রসাদকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।