নীলফামারীর কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের শত্রুতায় ৪০টি গাছ কেটে ফেলেছেন প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদখানা ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। গাছের মালিক আতিয়ার রহমান এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, একই গ্রামের এরশাদ হোসেন সুজন ও তার ভাইয়েরা জমি সংক্রান্ত শত্রুতায় আতিয়ার রহমানের ভোগদখলীয় জমির ফলদ ও বনজ ৪০টি গাছ কেটে ফেলেন। কর্তনকৃত গাছগুলোর মূল্য প্রায় ৬০ হাজার টাকা। পরে গাছের মালিককে হুমকি প্রদশর্ন করে তারা সদর্পে দলবলসহ ঘটনাস্থল ত্যাগ করেন। এ ব্যাপারে অভিযুক্ত সুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি। কিশোরগঞ্জ থানার সেকেন্ড কর্মকর্তা এসআই রেজাউল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে