ঝিনাইদহ কালীগঞ্জে মৌচিক সমবায় সমিতি লিমিটেড, ডায়াবিটিক সমিতি ও পৌর মহিলা সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্দ্যোগে মাস্ক বিতরন করা হয়েছে। কালীগঞ্জে জনসচেতনতায় বৃদ্ধির লক্ষে মাস্ক বিতরন করা হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় মেইন বাসটার্মিনালে মৌচিক লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক আনোয়ারুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী,শাহনাজ পারভিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীমা শিরিন লুবনা, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল,কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাংবাদিক টিপু সুলতান,অজিত ভট্রাচার্জ, মীনা ভট্রাচার্জ,মোস্তফা জলিল প্রমুখ। স্থানীয় জনসাধারনের সচেতনা বৃদ্ধির জন্য প্রায় ৫ হাজার মানুষের মাস্ক বিতারন করা হয়।