কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী চন্দনাইশ উপজেলায় ও ৫ম দিনের মত কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারি কর্মী বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, স্বাস্থ্য বিভাগীয় স্বাস্থ্য পরিদর্শক ও বাংলাদেশ ইন্সপেক্টর অ্যাসোসিয়েশন চন্দনাইশ উপজেলা শাখা।রোববার সকালে স্বাস্থ্যকর্মীরা তাদের নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের মাধ্যমে দাবি আদায়ের লক্ষ্যে হাসপাতালের সামনে অবস্থানের মাধ্যমে এ কর্মবিরতি পালন করেন।েএ সময় পুপুল চৌধুরী,কাঞ্চন ভট্টাচার্ষ্য,সামশুল আলম,কাজী রিদোয়ান,নজরুল ইসলাম,সাহেদ আলী,সীমা ধর,সুকেশ দাশ,আবদুল আজিজ,খালেদা আক্তার,ফেরদৌস মিয়া,রাশেদা খানম,মনোয়ারা বেগম,ফরিদ আহমদ,শাহীন আক্তার,লেয়াকত আলী,আয়ুব খান,সিরাজুল ইসলাম ,খায়ের আহমদ উপস্থিত ছিলেন।