চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শর্দি-কাঁশির প্রক্ষোভ বৃদ্ধি পেয়েছে। শীতের শুরুতেই ঠান্ডা জনিত রোগ বেড়ে যাওয়ায় শিশু ও বয়োবৃদ্ধদের নিয়ে অসহায় হয়ে পড়েছে মানুষ। প্রতিদিন বহি:বিভাগে দুই আড়াইশ রোগী আসছে। এই সব রোগিদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদেরকে। চন্দনাইশে সদর ও দোহাজারীতে অবস্থিত দুইটি হাসপাতালে জায়গার সংকুলন না হওয়ায় মেঝের মধ্যে রাখা হয়েছে দুর-দুরান্ত থেকে আসা রোগিদেরকে। উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাক্তার মো: শাহিন হোসেন চৌধুরী বলেন,ঠান্ডায় জনিত রোগে রোগির সংখ্যা বৃদ্ধি পেয়েছে । ডাক্তার এবং প্রয়োজনীয় ঔষদপত্র মজুদ থাকায় রোগিদের স্বাস্থ্য সেবা দিলেও সিটের সংকুলনের কারণে অনেক রোগিকে মেঝে রেখে সেবা দেওয়া হচ্ছে বলে জানান।