বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চলমান করোনা পরিস্থিতিতে সতর্কতা বাড়ানোর লক্ষে জেল ও জরিমানার ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোববার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভির রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ফকিরহাট মডেল থানায় কিছু আলোচিত ও বিতর্কীত মামলা, ফলতিতা মাছ বাজারে রাজস্ব ফাকি, ওজনে কম, ফকিরহাট রেল লাইনের উপর অবৈধ বাজারসহ চলমান করোনা পরিস্থিতির তৃতীয় ধাপে কঠোর সতর্কতা বাড়ানোর জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক অন্যথায় জরিমানাসহ জেলের ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খাইরুল আনাম। এ সময় সকল ইউপি চেয়ারম্যান, সকল দাপ্তরিক প্রধান, সাংবাদিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।