ফেনীতে অভিযান চালিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে অবৈধ গ্যাস সংযোগ। এ সময় ব্যবহারকারীদের জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সকালে জেলার ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়াএলাকায় এ অভিযান চালায় বাখরাবাদ গ্যাস লিঃ কতৃপক্ষ।এসময় প্রায় এক কিলোমিটার অবৈধ লাইন উচ্ছেদ করা হয়। পরে অবৈধভাবে ব্যবহারকারীদের ৩৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। বিচ্ছিন্ন করা হয় ৩৪ টি গ্যাস সংযোগ।
স্থানীয়রা জানান, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ফেনী অফিসের ঠিকাদার জসিম মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে আসছিলেন।