ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যা মামলার পলাতক আসামি সৈয়দ আফজাল আহমেদ(৪৮)কে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার ওসি তদন্ত কবির হোসেনের নেতৃত্বে পুলিশ হবিগঞ্জের চুনারুঘাট থেকে সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করেছে। সৈয়দ আফজাল আহমেদ হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামের সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে। নাসিরনগর থানার ওসি তদন্ত কবির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।এ ঘটনায় নাসিরনগর থানা পুলিশ এনিয়ে দুজনকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য,গত ৯ নভেম্বর নাসিরনগর উপজেলার আলিয়ার গ্রামে পূর্ব বিরোধের জেরে সরকারি খালে বাঁধ দেয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সৈয়দ মোনাব্বির আহমেদ তনন (২৫) নামে এক সংস্কৃতিকর্মী খুন হন।