বাগেরহাটে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (০১ ডিসেম্বর)দুপুরে বাগেরহাট সদর উপজেলা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।এসময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবদুল হাকিম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, কৃষক ও মিল মালিকগণ উপস্থিত ছিলেন।
অভ্যন্তরীন আমন সংগ্রহ-২০২০-২১ এর আওতায় এবছর বাগেরহাট জেলায় ২৬ টাকা কেজি দরে ১ হাজার ৬‘শ ৭৫ টন আমন ধান, ৩৬ টাকা কেজি দরে ১‘শ ৯০ টন আতপ চাল এবং ৩৭ টাকা কেজি দরে ২ হাজার ৪‘শ ১৩ টন সিদ্দ চাল সংগ্রহ করা হবে।সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও তালিকাভুক্ত মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। দেশের মধ্যে এই প্রথম বাগেরহাট জেলায় এই ধান ও চাল সংগ্রহ শুরু হল। নির্দিষ্ট সময় অর্থ্যাৎ ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারীর মধ্যে এই ধান ও চাল সংগ্রহ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবদুল হাকিম।