 
		
	চাঁদপুরের ফরিদগঞ্জে তেলের ভাউচার ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সিএনজি চালক জাহাঙ্গীর আলম, যাত্রী রুমা বেগম ও মামুন। ১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৭টায় চাঁদপুর-রায়পুর-লক্ষ্মিপুর আঞ্চলিক মহাসড়কে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সামনে তেলের ভাউচার (নোয়াখালী-ট ০৫-০০৬৭) ও সিএনজি স্কুটার (লক্ষ্মীপুর-থ১১-৬৮৬৭)-এর মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। 
স্থানীয়রা জানান, রায়পুর থেকে আসা থেরের ভাউচার এবং ফরিদগঞ্জ থেকে রায়পুর মূখী সিএনজি অটো রিক্সাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মুখোমুখি দূর্ঘটনায় পতিত হয়। এই সময় তেলের ভাউচারটি পাশ্ববর্তী খালে পড়ে যায়। দূর্ঘটনায় সিএনজিটি ধুমড়েমুছড়ে যায়। এ সময় উপস্থিত লোকজন সিএনজির চালক লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরমহনা গ্রামের জাহাঙ্গির আলম, যাত্রী ফরিদগঞ্জ উপজেলার চর বড়ালী গ্রামের আবদুস ছোবহান স্বপনের (স্ত্রী) রূমা বেগম ও শোল্লা গ্রামের মামুনকে স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর ও রুমা বেগমকে মৃত ঘোষণা করে। অপর গুরুতর আহত মামুন চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানের তার মুত্যৃ হয়।
এবিষয়ে ফরিদগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানিয়েছেন, তেলের ভাউচার চালক পলাতক রয়েছেন। সিএনজি ও তেলের ভাউচারটি পুলিশি হেফাজতে রয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন।