আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় ঘোষনার অংশ হিসেবে শ্রীনগরে জঙ্গিবাদ,মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সারে ১১ টার দিকে উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল-মামুন ও সাধরণ সম্পাদক হাজী মোঃ নেছার উল্লাহ সুজনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা পোষ্ট অফিসের সামনে থেকে শুরু হয়ে শ্রীনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় পোষ্ট অফিসের সামনে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, জেলা যুবলীগের সহ-সভাপতি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি শ্রী স্বপন রায়, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক সুমন সিকদার, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য সোহেল রাজসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতা কর্মী।