বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন ফেনীর স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল থেকে ৬ষ্ঠ দিনের মত সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট
অ্যাসোসিয়েশনের ফেনী জেলা সভাপতি মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে কর্মবিরতিতে অংশ নেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ সহ জেলার ৬ টি উপজেলার ১৬০ জন স্থাস্থ্য সহকরী।এতে বন্ধ রয়েছে জরুরী সেবা ও টিকাদান কর্মসূচী।
এসময় আন্দোলনকারীরা জানান, দ্রুত তাদের দাবী মেনে নেয়া না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচীর ডাক দিবেন তারা। এর আগে গত ২৬ নভেম্বর থেকে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করছেন।