ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর কাচারীডাঙ্গী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজাহার বেপারী (৭৫) সোমবার সকাল ১০ ঘটিকায় তার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি---------রাজিউন)। সে দীর্ঘদিন যাবত প্যারালাইসিস জনিত রোগে ভুগছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৪ কন্যা সহ বহু আত্বীয়-স্বজন রেখে যান। বাবুরচর বাজার জামে মসজিদ প্রাঙ্গনে বাদ আছর তার জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অর্নার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পূর্ণ হয়। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার ও ফরিদপুর জেলা পুলিশ সদস্যগণ। আরও উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আঃ গফফার, সাবেক ডেপুটি কমান্ডার মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা ডাঃ মহিউদ্দিন, আঃ লতিফ মিয়া, মোঃ মজিবুর বেপারী সহ ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক বেপারী এবং স্থানীয় ব্যাক্তিবর্গ। তার মৃত্যুতে এলাকায় বইছে শোকের ছায়া।