নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার অসহায় ও দুস্থ নারী- পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ৩০ নভেম্বর পৌরসভা চত্বরে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। কম্বল বিতরণকালে মেয়র আমজাদ হোসেন সরকার সাংবাদিকদের বলেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বরাদ্দকৃত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে প্রাপ্ত এ সকল কম্বল আমি অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছি। সেই সাথে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি সৈয়দপুরের অসহায় ও দুস্থ মানুষের কথা চিন্তা করে পৌরসভাকে কম্বল বরাদ্দ দেয়ার জন্য। কম্বল বিতরণকালে মেয়রের সাথে ছিলেন পৌর প্যানেল মেয়র - ১ জিয়াউল হক জিয়া, প্যানেল মেয়র-২ শাহিন আকতার, প্যানেল মেয়র-৩ কাজী জাহানারা বেগম, কাউন্সিলর শেখ মোহন, এরশাদ হোসেন পাপ্পু, আবদুল খালেক সাব্বু, মন্জুর আলম, আল- মামুন- সরকারসহ অনেকে। এ সময় মেয়র আমজাদ হোসেন সরকার ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগনকে বলেন শীতবস্ত্র বিতরণের ধারা বাহিকতায় আজ মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ৫শ কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণ করা হলো।