অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় ও কাপাসিয়া উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে ইনক্লুশন ওয়ার্কস প্রকল্পে অংশগ্রহণকারী প্রতিবন্ধী যুবদের অভিভাবকদের মধ্যকার সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর সোমবার দুপুরের কাপাসিয়া সেন্ট্রাল স্কুল এ- কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাইট সেভার্স বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার উৎপল মল্লিক।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সেডাডের নির্বাহী পরিচালক মোঃ আবদুল মোতালেব, সাভারস্থ অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী শাফায়েতুল রহমান, কাপাসিয়া উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি সঞ্জীবন চন্দ্র মল্লিক, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমীন সিকদার, দৈনিক ডেল্টা টাইমস্ কাপাসিয়া উপজেলা প্রতিনিধি আকরাম হোসাইন হিরন, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের কোষাধ্যক্ষ ফাতেমা আক্তার, প্রতিবন্ধী খালেদের মাতা খাদিজা বেগম, প্রতিবন্ধী সাখাওয়াতের পিতা শিব্বির আহমেদ।
আয়োজক ইনক্লুশন ওয়ার্কস প্রকল্পের উদ্দেশ্য প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধির সহায়তা, কর্মক্ষেত্রে অংশগ্রহণ, প্রতিবন্ধীরা যেন তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়, প্রতিবন্ধী সংগঠনের সক্ষমতা বাড়ানোর উপর কাজ করা। এ ছাড়া প্রতিবন্ধীদের বিনিয়োগ ও তথ্য-উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।