রংপুরের পীরগাছায় উপজেলা পর্যায়ে বাল্য বিবাহ নিরোধ কমিটি, সিবিও, কমিউনিটি লিডারদের নিয়ে সমাবেশ গতকাল রোববার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও আরডিআরএস বাংলাদেশ, রংপুর এর সহযোগিতায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা বেগম, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা এনামুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, কাজী দেলোয়ার হোসেন, আরডিআরএস এর প্রকল্প কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, রিহ্যাবেলিটেশন কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ। সমাবেশে সাংবাদিক, কাজি, ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে সরকারি সিদ্ধান্ত মোতাবেক মহান বিজয় দিবস উদযাপনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান ও প্যানেল চেয়ারম্যান আরিফুল হক লিটন প্রমুখ।