ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ইসলামি ঐক্যজোটের সভাপতি আলহাজ¦ মাওলানা মহিউদ্দিন আহমেদ রোববার দিবাগত রাত ১টা ২০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ৮ মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার দুপুর ২ ঘটিকার সময় মরহুমের জানাযার নামাজ নুরপুর দক্ষিণ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের নিজ বাড়ির মসজিদের পাশে তাঁর লাশ দাফন করা হয়েছে।জানাজায় ইসলামি ঐক্যজোটের জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও উলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।