যশোরের মনিরামপুরে পৌরসভা নির্বাচনের তফসিল এখনো ঘোষনা হয়নি এখনো। তারপরও সম্ভাব্য প্রার্থীরা পুরোদমে কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট এবং দোয়া প্রার্থনায় রীতিমতো চষে বেড়াচ্ছেন। মনিরামপুর পৌরসভা এলাকার বাড়ি-মহল্লায় এবং চায়ের দোকানে নির্বাচনী আমেজ শুরু হয়েছে পুরোদমে। এমনকি দোয়া প্রার্থনা করে সম্ভাব্য অনেক প্রার্থী পোস্টার, বিলবোর্ড সেটেছেন পৌর শহরসহ পাড়া মহল্লার রাস্তার মোড়ে মোড়ে। এ ছাড়া ডজন ডজন সম্ভাব্য কাউন্সিলর প্রাথীতো আছেই। এরই মাঝে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদেও মধ্যে ৪ জনকে আপাতত মাঠে ময়দানে রীতিমতো দেখা মিলছে।
জানাগেছে, দীর্ঘ ২৩ বছরের মনিরামপুর পৌর এলাকায় কে কি উন্নয়ন করেছেন তার হিসাব-নিকেশ কষতে শুরু করেছেন ভোটাররা। মনিরামপুর পৌরসভাটি এখন প্রথম শ্রেণীর মর্যাদার হলেও পৌর এলাকায় ঢুকলে সে মোতাবেক উন্নয়নের ছোঁয়া দৃষ্টিগোচর খুবই কম। কাঙ্খিত নেই নাগরিক সুবিধা, কেবল মাত্র ভোটরদের ঘাড়ে চাঁপানো হয়েছে করের বোঝা।পৌর এলাকায় নেই কোন কাঙ্খিত ড্রেনের ব্যবস্থা, যেখানে সেখানে ময়লা আর্বজনার স্তুুপ রয়েছেই। বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে রাস্তা ঘাটের দুরাবস্থাও কাটেনি এখনো।
৯৭ সালে স্থাপিত হয় পৌরসভাটি। বর্তমান মেয়াদে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়েছে। দীর্ঘ ২৩ বছরের মধ্যে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন লাভলু, থানা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন এবং বর্তমানে দায়িত্বে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান।
আসছে নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে অংশ নিতে আপাতত মাঠে ময়দানে রীতিমতো চষে বেড়াচ্ছেন সম্ভাব্য চার প্রার্থী। তারা হলেন, উপজেলা আওয়ামীগের সভাপতি ও বর্তমান মেয়র অধ্যক্ষ আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান। তিনি আবারও দলীয় টিকিটেই মেয়র পদে নির্বাচন করবেন বলে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
বিএনপি দলীয় মনোনয়ন পেতে দলীয় নীতি নির্ধারকদের সাথে যোগাযোগ রক্ষা করা ছাড়াও ভোটারদের সাথে নিত্যদিন মতবিনিময় করে চলেছেন উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাড. আলহাজ্ব শহীদ মোঃ ইকবাল হোসেন। তিনি ভোটারদের কাছে দোয়া প্রার্থনায় বেশ জোরেসরেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এমনকি ৯টি ওয়াডের্র ভোটারদের মুখোমুখি হচ্ছেন তিনি। জনপ্রিয় এই নেতা ২০০৪ এবং ২০১০ সালে মেয়র হিসেবে নির্বাচিত হন। এ নেতা এরমধ্যেও নির্বাচনে অংশ নিয়েছিলেন।
সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি মাঠ চষে বেড়াচ্ছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র-১ মোঃ কামরুজ্জামান কামরুল। আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়ে তিনি মেয়র পদে নির্বাচন করবেন এমন চেষ্টা অব্যাহত রেখেছেন। সাবেক উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক মরহুম গোলাম মোস্তফার জ্যৈষ্ঠ পুত্র এ কামরুজ্জামান মোহন ওয়ার্ড থেকে দু’বার বিপুল ভোট ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করে আসছেন। সদালপী সহজসরল এই নেতা দু’বার কাউন্সিলর হিসেবে তার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে দৃশ্যমান উন্নয়ন করেছেন তাঁর ওয়ার্ডে। নিজস্ব অনুদান ছাড়াও সরকারী ও পৌরসভার অর্থায়নে তাঁর ওয়ার্ডে রাস্তা-ঘাট, পানি নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থা ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। দলীয় প্রার্থী হতে তিনি দলের মনোনয়ন পেতেও জোর চেষ্টা করে চলেছেন। ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ড প্ররিক্রমা ছাড়াও পৌর এলাকায় ভোটারদের উদ্দেশ্যে দোয়া প্রার্থনা করে পোস্টার, বিলবোর্ড সেটেছেন দৃষ্টি নান্দনিক কায়দায়। করোনা ভাইরাস পরিস্থিতির প্রথম পর্যয়ে তিনি পৌরবাসীর অগণিত গরীব অসহায় দুঃস্থদের মাঝে নগদ অর্থসহ বিভিন্ন খাদ্য সামগ্রী সহয়তা করেছেন। এমনকি সবার আগে থেকেই এ নেতা মাঠে ময়দানে বেশি সময় পার করছেন। তিনি আশাবাদী দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটেই নির্বাচিত হতে পারবেন।
আওয়ামীলীগের অপর সম্ভাব্য প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার আসাদুজ্জামান আসাদ। তিনি মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিত্যদিন সকাল-সন্ধ্য ছুটছেন পৌর এলাকার ভোটার দ্বারে দ্বারে। দলীয় মনোনয়নের জন্য দৌড়ছুট চালাচ্ছেন নীতিনির্ধারকদের কাছে। হাকোবা গ্রামের মরহুম গোলাম নবীর ছেলে এই আসাদুজ্জামান আসাদ। ঠিকাদারী ব্যবসা ছাড়াও বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত তিনি। এর মাঝেও হাল ছাড়েননি রাজনীতিতে। তিনি ৬ বছর যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক পদে নির্বাচিত হন। ৩ বার পল্লী বিদ্যুৎ পরিচালনা বোর্ডের সভাপতিও নির্বাচিত হন তিনি। আওয়ামী লীগ ঘরোনার এই নেতা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর ছোট ভাই। তিনি ১৯৮৮ সালে মনিরামপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৯০ সালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ সালে উপজেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৯৭ সালে পুনরায় ছাত্রলীগের উপজেলা সভাপতি নির্বাচিত হন। ২০০৪ সালে পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও সম্ভাব্য এই প্রার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন। তবে তিনি আশাবাদব্যক্ত করেছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোট ব্যবধানে মেয়র নির্বাচিত হবেন।
সম্ভাব্য এই চার প্রার্থীর বাইরেও আরো কয়েক নেতা মেয়র পদে নির্বাচন করবেন এমন কথা চাউর রয়েছে। এরমধ্যে যশোর জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য প্রভাষক মোঃ ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন, তরুন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এ্যাড. বশির আহমেদ খান, বিএনপির মধ্যে থেকে মেয়র পদে নির্বাচন করতে নাম শোনা যাচ্ছে উপজেলা বিএনপির সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম শফি ও তরুন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন।
কোন প্রার্থীকে নির্বাচিত করলে জনগণের উন্নয়ন হবে, জনগণ পৌরসভার কাছ থেকে নাগরিক সুবিধা পাবে এসব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভোটারদের মুখে এখন একটায় বক্তব্য যোগ্য ব্যক্তিকেই পৌর অভিভাবক নির্বাচিত করা হবে।