বাগেরহাটের চিতলমারী পুলিশ স্টেশনের পেছনে সড়ক জুড়ে প্লাস্টিক ও পলিথিনের বর্জ্যরে স্তুপ দিন দিন বাড়তে শুরু করছে। বছরের পর বছর বাজারের ময়লা-আবর্জনা মৃত কুকুর, বিড়াল, পচা মাছ ইত্যাদি ফেলার কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে আশপাশের পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হচ্ছে। ছড়িয়ে পড়ছে রোগব্যাধি। দুর্গন্ধে পথচারীরা নাকে রুমাল দিয়েও হাটতে পারছে না। যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রুপ নিচ্ছে।
এ সড়কের পথচারী আল বাচ্চু শেখ, রবীন ঘরামি এবং মোমেলা বেগম জানান, সদর বাজারে এটাই একমাত্র বাইপাস সড়ক। এসড়ক থেকে দৈনিক শতশত পথচারি যাতায়ত করেন। কয়েক বছর ধরে দেখছি বাজারের ব্যবসায়ী ও বাসিন্দারা প্লাাস্টিকের প্যাকেট, বোতল, পলিথিনসহ অব্যবহৃত জিনিসপত্র ফেলে এই ময়লার স্তুপ সৃষ্টি করেছে। যা দিনদিন পরিবেশ নষ্ট করছে। এপথ দিয়ে হাঁটার সময় দুর্গন্ধে অনেক লোককে বমিও করতে দেখাগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কিছু লোক নাকমুখ বুজে সহ্য করতে পারলেও এটা শিশুদের জন্য চরম ক্ষতিকর।
স্তুপের পাশে বসবাসকারী প্রাণ কৃষ্ণ দত্ত ভগো বলেন, দুর্গন্ধ এতটাই বেড়েছে যে আমরা ভাত খেতে পারিনা। এ অবস্থা চলতে থাকলে আমরাও আশপাশের লোকজন অসুস্থ হয়ে পড়ব।
চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান, থানার পিছনে ময়লা ফেলতে নিষেধ করা হয়েছে। এনিয়ে একটি সাইনবোর্ড দেওয়ায় হয়েছে কিন্তু সেটা অগ্রাহ্য করে কিছু অসচেতন লোক ময়লা ফেলে পরিবেশ নষ্ট করছে। ময়লা অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
বিষয়টি নিয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম জানান, ময়লা আবর্জনা রাখার জন্য জেলা পানিউন্নয়ন বোর্ডের সাথে আলাপ হয়েছে তারা নিদৃষ্ট জায়গা দিলে সেখানে ময়লা রাখার ব্যসস্থা করা হবে।