বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আহবানে দেশব্যাপী কর্মবিরতির কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী-স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে টিকাদান কর্মবিরতি পালন করে। নিয়োগবিধি সংশোধন, বেতন আপগ্রেডেশন ও টেকনিক্যাল পদমর্যাদা সহ চার দফা দাবীতে তারা এ কর্মবিরতী পালন করে আসছে।
হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সোনারগাঁ শাখার সভাপতি মোঃ মহিউদ্দিন ভূঁইয়া জানান, আমরা আমাদের যৌক্তিক দাবী আদায়ের জন্য কর্মবিরতি পালন করে আসছি। এ দাবী আদায় না হলে সোনারগাঁয়ে ২৬৪টি টিকা কেন্দ্রে মারাত্মক ১০টি রোগের টিকা দেয়া বন্ধ থাকবে। ফলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে। এতে করে জনস্বাস্থ্য খাত বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন জানান, নিয়োগবিধি সংশোধন সহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণ করতে হবে। তৃণমূলের এ স্বাস্থ্য সহকারিদের কাজের অর্জনেই বাংলাদেশ আজ টিকাদানে বিশে^ রোল মডেলে পরিণত হয়েছে এবং সরকার প্রধান পুরস্কৃত হয়েছেন। দেশের এ সম্মান অর্জনের একমাত্র কারিগর আমরা।
এসময় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সোনারগাঁ শাখার দাবী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও স্বাস্থ্য পরিদর্শক আবদুল মতিন মিয়া, হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সোনারগাঁ শাখার সভাপতি মোঃ মহিউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিগন উপস্থিত ছিলেন।