কুষ্টিয়ার দৌলতপুরের দৌলতপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রোববার সকাল ১০টায় ২০১৯ সালে নিবন্ধনকৃত ভোটারদের জাতীয় পরিচয়পত্র স্মাট কার্ড আনুষ্ঠানিকভাবে বিতরন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এ কার্ড বিতরন করেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু আনছার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউল ইসলাম মহি উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজম।