জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে তিন নারী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সদরপুর উপজেলার বাবুরচর খালাসী ডাঙ্গী গ্রামে। অসহায় এই নারীরা একদিকে যেমন পায়নি সুচিকিৎসা। হাসপাতাল থেকে বের করে দেওয়া অভিযোগ ভুক্তভোগীদের। অপরদিকে হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় তারা জামিনে বের হয়ে এসে পাল্টা মামলাতুলে নেওয়ার হুমকি ও মিথ্যে মামলা দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ মামলার বাদীর। হামলায় আহতরা হলেন, বাবুরচর খালাসী ডাঙ্গী গ্রামের আ. মান্নান বেপারীর স্ত্রী মাহফুজা বেগম (৩৫), তার দুই কন্যা লিপি আক্তার (১৯) ও হ্যাপি আক্তার (১৬)। ঘটনার সময় বাড়িতে ছিলেন না আ. মান্নান বেপারী।
প্রাপ্ত অভিযোগে জানাযায়, আ. মান্নান বেপারীর সাথে একই গ্রামের বেলাল মোল্যাগংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দীর্ঘদিনের বিরোধের অংশ হিসাবে বুধবার রাতে মান্নান বেপারীর বাড়ীতে প্রতিপক্ষরা হামলা চালাচালিয়ে ঘর-বাড়ি ভাংচুর করে এবং রান্না ঘরে অগ্নিসংযোগ করে। এ সময় হামলাকারীরা মান্নান বেপারীর স্ত্রী ও কলেজ ও স্কুল পড়-য়া দুই কন্যাকেও মারপিট করে। হামলায় গুরুত্বর আহত হয় আ. মান্নান বেপারীর স্ত্রী মাহফুজা বেগম (৩৫), তার দুই কন্যা লিপি আক্তার (১৯) ও হ্যাপি আক্তার (১৬)। আহতদের চিৎকারে আশে পাশের লোক-জন ছুটে এলে হামলার সাথে জড়িতরা পালিয়ে যায়।
পরে আহতদের উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে রোগীদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ডা. রুবানা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঐ রাতেই (২৫নভেম্বর) গুরুত্বর অবস্থায় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও ২৬ নভেম্বর সকালে আহতদের হাসপাতাল থেকে বের করেদেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন গুরুত্বর আহত মাহফুজা বেগম (৩৫)। মাহফুজা বেগম বলেন, রাতে ভর্তি হওয়ার পর ডাক্তারা আমাদের চিকিৎসা দিলেও, সকালে আমাদেরকে হাসপাতাল থেকে বের করে দিয়েছে। আমরা এখনও অসুস্থ্য। আমি ও আমারমেয়েরা সকলে মিলে নার্সদের হাতে পায়ে ধরেও হাসপাতালে থাকতে পারিনি। আমরা বিনা চিকিৎসায় বাড়িতে আছি। আমরা সুবিচার চাই।
মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা না দিয়ে রোগী তাড়িয়ে দেবার ঘটনা অস্বিকার করে হাসপাতালের পরিচালক ড. মো. সাইফুর রহমান বলেন, আমার কাছে এই তথ্যটা আসেনাই। তবে এরকম হওয়ার কথা না। হওয়া উচিত না। তবে রোগী যদি সুস্থ্য হয়, চিকিৎসক যদি মনে করেন উনি বাড়ি যাওয়ার মতো, তাহলে তিনি ছুটি দিতে পারেন।
এ ঘটনায় আ. মান্নান বেপ্যারী ৬ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৩/৪জন আসামি করে আসমী করে সদরপুর থানায় একটি মামলা করা হরেছে। আসামিরা হলেন, শুভতারা বেগম (৩০), পারভীন বেগম (৪২), পারুল বেগম (৪৮), নাসরিন আক্তার (২৩), হেলাল মোল্যা (২৩) ও শহীদ মাতুব্বর (৪৫)।