কচুয়া উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ গতকাল উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে উপজেলার গরীব দুঃখীদের কম্বল বিতরন করেন। এবছর কচুয়া উপজেলার ৭টি ইউনিয়নের জন্য মোট ৩২২০টি কম্বল বরাদ্ধ পাওয়া যায়। উপজেলার ৭ ইউনিয়ন চেয়াম্যানগন উপজেলা থেকে পর্যায়ক্রমে নিয়ে সকল গরীবদের মাঝে বিতরন করবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু ও ৭ ইউনিয়ন চেয়ারম্যানগন।
এছাড়া গতকাল রাতে উপজেলা বাধাল ইউনিয়ন ও গজালিয়া ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ কম্বল বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, বাধাল ইউনয়ন আওয়ামী লীগ সভাপতি কোতয়াল ইলিয়াস আহম্মেদ,গজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন সহ ইইুনিয়নের সদস্য সদস্যাবৃন্দ।