বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাগেরহাটের ফকিরহাটে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। বৃহস্পতিবার থেকে শুরু করেছে এই কর্মবিরতী যা এখনও অব্যাহত রয়েছে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ও দাবি বাস্তবায়ন পরিষদ ফকিরহাট উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মবিরতি পালিত হচ্ছে। শনিবার কর্মবিরতি পালনকালে উপস্থিত ছিলেন খান মো: মিলন শেখ, ফরিদা ইয়াসমিন, বেবী ইয়াসমিন, মরিয়ম ডলিসহ বিভিন্ন স্বাস্থকর্মীগন। এ সময় উপস্থিত অবস্থান কর্মবিরতী পালনে অংশগ্রহনকারীরা বলেন বেতন বৈষম্যর নিরসনে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে একাধিকবার মৌখিক ও লিখিত প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও এ ব্যাপারে কোন অগ্রগতি হয়নি। আরো বলেন, গরু, ছাগল ও গাছপালার ভ্যাক্সিন যারা দেয় তাঁরা ১১তম গ্রেডে বেতন পায়, আর হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা সৃষ্টির সেরা জীব মানুষের ভ্যাক্সিন দিয়ে ১৬তম গ্রেডে বেতন পায়। তাঁরা এ বৈষম্যের নিরসন চান তারা। যতদিন পর্যন্ত এ বৈষম্যের নিরসন না হবে, ততদিন পর্যন্ত তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে তাঁরা ঘোষণা দেন। এদিকে, ওই কর্মবিরতীর জন্য অত্র উপজেলার ১৯২টি টিকাদান কেন্দ্রে মা ও শিশুদের টিকা দেওয়া বিরত রয়েছে।