দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে ঢাকা কমিউনিটি ব্যাসড রিহিবিলিটেশন প্রজেক্টের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রছাত্রিদের উপবৃত্তি প্রদান র্শীষক কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হয়। রোববার সকালে স্থানীয় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষণ মিলনায়তনে ডিসিবিআরপির প্রজেক্ট ম্যানেজার লাভলী প্রভাতী ¤্রং এর সভাপতিত্বে ডিসিবিআরপি সিডিএফ বিথী সরকারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আকতার হোসেন ভুইয়া। বক্তব্য রাখেন,সিডিএফ যোনাথন টুডু,অভিভাবক জয়মোহন সরকার,অনিতা রানী সরকার,শিক্ষার্থী রুদ্রমনি সরকার,তমা সরকার প্রমূখ। কর্মশালায় কুষ্ঠ রোগে আক্রান্ত পরিবারের শিক্ষার্থীসহ হতদরিদ্র ১৯ ছাত্রছাত্রিদেরকে ৩ হাজার ৫‘শ টাকা করে প্রত্যেককে সংস্থার পক্ষ থেকে উপবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে অভিভাবক ও সুবিধাভোগী ছাত্রছাত্রিরা উপস্থিত ছিলেন।