ঝিনাইদহের হরিণাকু-ুতে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর চালক শফিকুল ইসলাম (২০) ও মোটরসাইকেল চালক শাকিল হোসেন নামে দুই যুবক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হরিণাকু-ু-ঝিনাইদহ সড়কের পারমথুরাপুর নামক স্থানে সড়কের ওপর এ ঘটে। ট্রাক্টর চালক শফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান আর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মোটরসাইকেল চালক শাকিল হোসেনের (২০)। নিহত শফিকুল ইসলাম উপজেলার বাসুদেবপুর গ্রামের হুমায়ন হোসেনের ছেলে ও শাকিল চাঁদপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়িয়া এলাকার কিংশুক ইটভাটার মালিকানাধীন ওই ট্রাক্টরটি হরিনাকু-ুর দিকে আসছিলো। সেসময় অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ট্রাক্টটির সরাসরি ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাক্টরটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক্টর চালক নিজের ট্রাক্টরের চাকার নিচেই পড়ে ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেল চালক শাকিল ট্রাক্টরের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হরিণাকু-ু থানার ওসি আবদুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত দু‘জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক্টর ও মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।