নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে দেশব্যাপী কর্মসূচি’র অংশ হিসাবে ২৯ নভেম্বর রোববারও কাপাসিয়ায় তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালিত হয়েছে। গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা দিনব্যাপী মানববন্ধন ও দাবী আদায় কর্মসূচি পালন করছে।
সারাদেশে কর্মরত ২৬ হাজার স্বাস্থ্য কর্মীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন তাদের দাবি আদায় বাস্তবায়ন পরিষদ ও সমন্বয় পরিষদ এ কর্মবিরতির ঘোষণা দেন। তাদের ন্যায্য দাবী আদায় না হওয়া পর্যন্ত টানা দিনব্যাপী কর্মবিরতি অব্যাহত থাকবে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান। গত ২৬ নভেম্বর শুরু হওয়া কর্মবিরতি সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত চলছে।
সংগঠনের কাপাসিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আরিফ হোসেন সিকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব বেলায়েত হোসেনের নেতৃত্বে কর্মবিরতিতে সংহতি প্রকাশ করেন গাজীপুর জেলার শাখার সাবেক সাধারণ সম্পাদক আঃ সামাদ, কাপাসিয়া শাখার চিও রঞ্জন দাস, সাইফুল ইসলাম, রুবেলা ইয়াসমিন, পারভীন আকতার, আজমল হুদা মিঠু, আফরোজা, ওসমান গনি, নাজমুল প্রধান, ইকবাল, সাদিকুল, শাকিল আকন্দ, তানিয়া আকতার, শাহানাজ পারভীন, শিপন সরকার প্রমূখ।
আরিফ হোসেন সিকদার দাবী জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৯৮ সালের ঘোষণার বাস্তবায়ন করতে হবে এবং নিয়োগবিধি সংশোধন ও উচ্চতর গ্রেড প্রদান করতে হবে।
আঃ সামাদ জানান, তারা চরম ভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। যারা হাঁস মুরগী ও গরু ছাগলের টিকা দিচ্ছেন, তারা ১১তম গ্রেড পাচ্ছেন। অথচ স্বাস্থ্যকর্মীরা সেবার মানসিকতা নিয়ে মানুষকে টিকা দিয়ে ১৬তম গ্রেড পাচ্ছেন। এটা চরম বৈষম্য, তাদের ন্যায্য দাবী মেনে নেয়ার জন্য সরকারের কাছে জোরদাবী জানান।