কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওমীলীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওমীলীগের সাধারণ সম্পাদক গোলামা মাওলা ছুট্রুর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে দক্ষিণ বদরপুর গ্রামে সাবেক চেয়ারম্যান বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রফিকুল ইসলাম আবুর সভাপত্তিত্বের প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য সামছুল আলম সাবধান ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌকুড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক, ব্যবসায়ী আব্দির রহমান জুয়েল, জাকের হোসেন বাবলু, ইউপি সদস্য সফিকুর রহমান, আওয়ামী লীগ সহ-সভাপতি দুলাল ভূইয়া, বাবলু, যুবলীগনেতা আবদুল মালেক, ছাত্রলীগ নেতা জহিরুল আলম জনি। এ সময় উপস্থিত ছিলেন মিলন ভূইয়া, আইয়ুব ভুইয়া, কৃষকলীগ সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাওলা ছুট্রু বলেন গত নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে ছিলাম। অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাস কামাল এমপি, পরিকল্পনা মন্ত্রী থাকা কালিন আমাকে ডেকে নিয়ে বলেছিলেন আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য আমি মন্ত্রী মহোদয়ের নির্দেশে আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করি। আশাকরি মন্ত্রী মহোদয় আমাকে এবার চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মনোনয়ন দিবেন। আমি ঢালুয়া ইউনিয়নের সকল রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থেকে সেবা করে যাচ্ছি। আমি সকলের দোয়া প্রার্থী।