পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কৃতী সন্তান, দ্বীনি আন্দোলনের অন্যতম এক পুরোধা ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসির, আলহাজ¦ হাফেজ এস.এম মাজহার উদ্দিন (৭১) ইন্তেকাল করিয়েছেন (ইন্নাল্লিøাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৭ নভেম্বর দিবাগত রাত ১.৩৫ মিনিটের সময় নাজিরপুর সদর হাসপাতালে হার্ট ও ডায়বেটিচ জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল ২৮ নভেম্বর সকাল ১০টায় নাজিরপুর উপজেলা সদরের পাকমঞ্জিল মাদ্রাসার মাঠে প্রথম জানাযা, দ্বিতীয় জানাযা উপজেলা সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর হাইস্কুল মাঠে এবং শেষে উপজেলার বাবুরহাট হাইস্কুল মাঠে আলহাজ¦ হাফেজ এস.এম মাজহার উদ্দিনের নামাযে জানাজা ও দাফন কার্যক্রম নিজ বাড়িতে বেলা ২.৪৫ মিনিটে সম্পন্ন হয়েছে। এ সময় উপাস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যাক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, বিএনপির উপজেলা সভাপতি মোঃ নজরুল ইসলাম খান, নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রাজ্জাক, উপজেলা বিএনপির সধারন সম্পাদক রেজাউল করিম লিটন, সেখমাটিয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার আতিয়ার রহমান হাওলাদার, সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, মাওলানা মোস্তাজাবুল হক, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, নাজিরপুর উপজেলা যুগান্তর রির্পোটার আবদুল লাহেল মাহমুদ ও আল-আমিন হোসাইন প্রমুখ। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজো ছেলে শামীম বিন সাঈদী, জেলা জামায়াতের আমীর অধ্যাক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, বিএনপির উপজেলা সভাপতি মোঃ নজরুল ইসলাম খান, নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রাজ্জাক, মোঃ আনিচ মল্লিক।