সরাইলে এবার ক্ষোভে দু:খে জনগণের কষ্ট লাঘব করতেু কোঁদাল হাতে মাটি কাটছেন সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। শনিবার সকালে মৃধার নেতৃত্বে ও মো. রহিম মিয়ার সহযোগিতায় সরাইল-অরূয়াইল সড়কের লোপাড়া এলাকায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের কাজ শুরূ করেছেন লোকজন। এ কাজ চলমান থাকার ঘোষণাও দিয়েছেন তারা। বন্যায় বিধ্বস্ত সড়কটির সংস্কার কাজ এখনো না হওয়ায় বর্তমান এমপি’র প্রতি বিষোদগার করেছেন সাবেক এমপি মৃধা। সেই সাথে আগামী ২-৩ মাসের মধ্যে সড়কটির সংস্কার না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, এমপি জিয়াউল হক মৃধার আমলেই ২০১০ খ্রিষ্টাব্দে ভাটি এলাকার স্বপ্নের সরাইল-অরূয়াইল সড়কটি নির্মিত হয়েছিল। এতে করে স্বপ্ন পূরণ হয়েছে হাওর বেষ্টিত এলাকার ৬ লক্ষাধিক মানুষের। লাঘব হয়েছে তাদের দীর্ঘদিনের দু:খ কষ্ট। কিন্তু বন্যার পানির তোড়ে সড়কটি ২-৩ বার ঝুঁকিতে পড়েছে। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দফতরের লোকজনের চেষ্টায় সংস্কারও হয়েছে। সাম্প্রতিক সময়ের বন্যায় চুন্টার লোপাড়া থেকে ভূঁইশ্বর বাজার পর্যন্ত সড়কটি প্রায় বিলীনই হয়ে গেছে। জোড়াতালি দিয়ে কোন রকমে জীবনের ঝুঁকি গত ৪-৫ মাস ধরে এ সড়কে যাতায়ত করছেন ৩ ইউনিয়নের নারী পুরূষ ও শিশু। আর রোগীদের জন্য তো সড়কের এই অংশটি এখন মরণ ফাঁদ। দিনদিন সড়কে চলাচলকারী চালক ও যাত্রীদের দূর্ভোগ বেড়েই চলেছে। বর্তমান এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ও সংশ্লিষ্ট দফতরের লোকজনের এ বিষয়ে কোন মাথা ব্যাথা নেই। তাই ভুক্তভোগী লোকজন ক্রমেই ক্ষুদ্ধ হয়ে ওঠছেন। সেই সাথে ক্ষুদ্ধ হয়ে ওঠেছেন দুইবারের নির্বাচিত ও বর্তমানে সাবেক এমপি জাপা নেতা জিয়াউল হক মৃধা। তাই গতকাল সড়কটি সংস্কারের জন্য তিনি স্বেচ্ছায় নিজ হাতে কোঁদাল নিয়ে মাটি কেটে সড়কে ফেলেছেন। স্বেচ্ছাশ্রমে সড়কে মাটি ফেলেছেন জাপার স্থানীয় নেতা কর্মীরা। স্থানীয়ভাবে এ কাজে সহযোগিতা করেছেন মো. রহিম মিয়া। পরে রহিম মিয়ার সভাপতিত্বে এক সভায় জিয়াউল হক মৃধা বর্তমান এমপি’র উদ্যেশ্যে বলেন, চোখের সামনে মানুষের কষ্ট দেখেও না দেখার ভান করছেন কেন? জনগণের জন্য কিছু করূন। আপনি তো ২০ বছর এমপি থেকেও সড়কটি করতে পারেননি। শেখ হাসিনার মহাজোট সরকারের সহযোগিতায় অনেক কষ্টে সড়কটি করেছি। সাড়ে ৮ কোটি টাকার সংস্কার কাজেরও ব্যবস্থা করেছি। এখন বিধ্বস্ত এই অংশটির জন্য কিছু করছেন না কেন? তিনি বর্তমান এমপি’র প্রতি ইঙ্গিত করে বলেন, উনি ওঁর যুবরাজকে ছাড়া কোথাও যান না। সবকিছুতে উনি যুবরাজকেই প্রাধান্য দিচ্ছেন। যুবরাজকে ভবিষ্যতে এমপি বানানোর স্বপ্ন দেখছেন। এ জনপদের মানুষকে তিনি বুকা ভাবছেন। আমার সময়ে টিআর কাবিখার তালিকা বাহিবে ঝুলিয়ে দিতাম। তিনি ওই তালিকা ঝুলাতে দেন না। কারণ ঢাকায় বসে পারসেন্টিজ নিয়ে টিআর কাবিখা’র তালিকা তৈরী করছেন। আগামী ২-৩ মাসের মধ্যে সড়কটি সংস্কার না হলে আরো কঠিন কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন মৃধা ও রহিম মিয়া।