কচুয়ায় এক যুবতীর আত্মহত্যা।পুলিশ জানায়, বাগেরহাট সদর থানার বেমরতা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আঃ সালাম সেখের স্বামী পরিত্যাক্তা মেয়ে রুপা আক্তার(২২) বাবার বাড়িতে বসে পারিবারিক কলহের জের হিসেবে গত ২৭ নভেম্বর বিকাল ৩টায় বিষ পান করে। এ সময় তার পিতা সালাম সেখ বিষয়টি জানতে পেরে তাকে দ্রুত কচুয়া হাসপাতালে নিয়ে আসে। মেয়েটির বাব আমদের প্রতিনিধিকে জানান যে,বেশ কিছুদি যাবৎ মেয়েটি মানষিক সমস্যায় ভোগছিল। কচুয়া হাসপাতালে আনার পর বিকাল ৪.৩০মিনিটে সে মৃত্যু বরন করে।এ বিষয়ে কচুয়া থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।