গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদীত আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এর তিন উপজেলা অর্থাৎ দুর্গাপুর,কলমাকান্দা ও পুর্বধলা নিয়ে আঞ্চলিক কমিটি গঠিত হয়েছে।
গত ২৫ নভেম্বর ২০২০ ইং তারিখ ২৯০/২০ নং স্মারকে সাত সদস্যের একটি উপদেষ্টা পরিষদসহ মিঃ জয়াতা হাজং মানিক’কে সভাপতি,আব্দুল ওয়াদুদ রতন’কে সাধারণ সম্পাদক ও এস.এম রফিকুল ইসলাম রফিক(সাংবাদিক)কে সাংগঠনিক সম্পাদক করে ২৬ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নাজমুন নাহার এক বছর মেয়াদে এই কমিটি অনুমোদন দেন। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ আকন্দ, সহ-সভাপতি শরদিন্দু সরকার স্বপন হাজং মোঃ খোকন মিয়া, শুশান্ত চন্দ্র মন্তি। যুগ্ম সাধারন সম্পাদক- জুনায়েদ ইবনে মুর্তুজা(ফাহিম), মোঃ হাবিবুর রহমান ও রাজিব সরকার। যুগ্ম সাংগঠনিক সম্পাদক নয়ন হাজং(রনি)। অর্থ বিষয়ক সম্পাদক বিউটি রানী রায়, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সোহেল বেপারী, মহিলা বিষয়ক সম্পাদক রীনা হায়াত, আইন ও আন্তজ্র্াতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিপুল হাজং, সহ- আইন ও আন্তজ্র্াতিক বিষয়ক সম্পাদক মতিন মৃধা, ক্রীড়া বিষয়ক সম্পাদক অনল হাজং, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দুলন হাজং, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল হক, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নাবিল জাহাঙ্গীর টুলু, কার্যনির্বাহী সদস্য মোঃ দেলুয়ার হোসেন, মোঃ রেজাউল করিম(মামুন), মোঃ সিদ্দিকুর রহমান ও ভূপেষ আজিম। অনতিবিলম্ভে তিন উপজেলায় মানবাদিকার বিষয়ক কার্যক্রম পরিচালনা করবেন এই কমিটি।