রংপুরের শ্যামপুর সুগার মিলসহ দেশের কয়েকটি চিনি শিল্প বন্ধের প্রক্রিয়া বাতিলসহ ৫ দফা দাবি আদায়ের জন্য শ্যামপুর মিলস গেট এলাকায় ২ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চিনি শিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ আখচাষী ফেডারেশন ঘোষিত কর্মসূচি অনুযায়ী মিলস রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ। মানববন্ধনে বক্তব্য রাখেন,বদরগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান, চন্দনপাট ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান,সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন,বাংলাদেশ আখচাষী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন,সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সরকার ডাবলু,মমতাজুল আলম মোস্তফা সাবেক সভাপতি আতিয়ার রহমান, শফিউল আলম, গোপালপুর ইউনিয়ন কৃষক লীগোর ভারপ্রাপ্ত সভাপাতি ও সাবেক ছাত্রনেতা মাহফুজার রহমান পলাশ প্রমুখ। মানববন্ধন সকাল ১০টা থেকে দুপর ১ টা পর্যন্ত চলে। মানববন্ধনে আখ চাষী শ্রমিক কর্মচারী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, চিনি শিল্প বন্ধের প্রক্রিয়া বাতিলসহ ৫ দফা দাবি সরকার মেনে না নেয় তাহলে শুধু মানববন্ধন নয় কঠিন কর্মসূচীর মাধমে উপযুক্ত জবাব দেয়া হবে। মিল বন্ধ ষড়যন্ত্রকারীদের হুশিয়ারি দিয়ে বলা হয় যে কোন মূল্যে মিলস রক্ষা করতে প্রস্তুত।