মনিরামপুর উপজেলার সদর ইউনিয়নের আশির দশকে প্রথম নির্বাচনে নির্বাচিত সাবেক ইউপি মেম্বর ও প্রবীণ বিএনপি নেতা হারেজ উদ্দীন গাজী (৮৩) বার্ধক্যজণিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি - - - রাজিউন)। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের খইতলা এলাকার নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ওই গ্রামের মৃত জোনাব গাজীর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আ’লীগ-বিএনপি’সহ বিভিন্ন রাজনীতিক ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শুক্রবার জুম্মাবাদ স্থানীয় মাদানীনগর মাদ্রাসা ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের নামাজে জানাজায় অংশ নিয়ে উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাড. শহীদ ইকবাল হোসেন জানান, তিনি মনিরামপুর সদর ইউনিয়নে ১৯৮৩ সালের ৩০ ডিসেম্বর প্রথম নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন এবং মেম্বর নির্বাচিত হন মরহুম হারেজ উদ্দীন গাজী।