ঝিনাইদহ কালীগঞ্জ থানার পৌর ২ নং ওয়ার্ডের বাকুলিয়া গ্রামের ভ্যান চালক আনোয়ার হোসেনের একমাত্র মেয়ে রুম্পা (১১)। শ্রীরামপুর সরকারী বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর মেধাবী ছাত্রী। রুম্পার বাঁচার আর্তনাদে ভারি হয়ে উঠছে বাতাস। একমাত্র মেয়ের চিকিৎসা করাতে তার আয়ের শেষ সম্বল ভ্যানটাও বিক্রি করে এখন রাজ মিস্ত্রীর যোগালের কাজ করে এক দিনের টাকাই সংসার চলে আর একদিনের টাকাই মেয়ের ওষুধ কেনে। রুম্পার শারীরিক মরনঘাতি রোগ বাসাবেঁধেছে ডাক্তার বলছে রুম্পার পেটে ডিম্বাশয়ে টিউমার হয়েছে যা দ্রুত অপারেশন না করলে পেটের ভিতর ফেটে গেলে আর বাঁচানো যাবে না।
এবং টিউমার যত বড় হবে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে ফলে দুই পা পঙ্গুত্ব হয়ে যাবে ইতোমধ্যে একটা পা পঙ্গু হয়ে গেছে। প্রতি সপ্তাহে হাজার টাকা খরচ হয়। গ্রামের বিভিন্ন ব্যক্তিদের নিকট থেকে সাহায্য সহযোগিতা নিয়ে খরচ চলে। পরবর্তীতে তাঁর অন্য একটি পায়ে আবার অবশ ধরে। এবার দরকার জরুরী অপারেশন অপারেশনে খরচ হবে ৩ থেকে ৪ লক্ষ টাকা যা রুম্পার বাবার জন্য অকল্পনীয়। অথচ তাঁর সংসারে আয় ইনকাম করার মতো কেউ নেই,নেই কোন সম্পদ। যার কারণে বেঁচে থাকার জন্যে রুম্পা আপনাদের নিকট থেকে কিছু পয়সা পাবার জন্যে আকুতি জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা। মোঃ আনোয়ার হোসেন মোবাইল নম্বর ০১৭৪৫ ৮৮৭৭৮১।