সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি চাল কৌশলে আত্মসাৎ ও নির্বাচিত ইউনিয়ন পরিষদের সভায় অনুপস্থিত প্রসঙ্গত কারণে উপজেলার সয়ার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মমিনুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, গত ২ নভেম্বর হতে মাসিক সভা সহ মোট চব্বিশটি সভায় অংশগ্রহণ না করার অভিযোগ ওঠে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে। এই অভিযোগের প্রেক্ষিতে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন জেলা প্রশাসক। পর্যালোচনা সাপেক্ষে অপরাধ মূলক কার্যক্রমের কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী ২৪ নভেম্বর ইউপি সদস্য মমিনুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানা গেছে একটি সূত্রে।
এদিকে ওই ইউপি সদস্য মমিনুর রহমান বলেন, আমাকে নিয়ে সয়ার ইউনিয়ন পরিষদে নানা ফন্দি ও ষড়যন্ত্র তৈরি করা হয়েছে। বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে বলেন, এখনও আমি কোন তথ্য অথবা কাগজপত্র পাইনি।
সয়ার ইউপি চেয়ারম্যান এসএম মহিউদ্দিন আজম কিরণ বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি চাল কৌশলে লোক দিয়ে উত্তোলন করে আত্মসাৎ, ইজিজি পিপি কর্মসূচির অর্থ আত্মসাৎ, অনৈতিক অনিয়মের অভিযোগ সহ ইউনিয়ন পরিষদের সভায় অনুপস্থিতির কারণে সরকারি আইন অনুযায়ী ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মমিনুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।