মৎস্য প্রাণী সম্পাদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন,“প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিজ্ঞান মনোষ্ক এবং তথ্য প্রযুক্তি নির্বার বাংলাদেশকে বি-নির্মানের জন্য অভিরাম পরিশ্রম করতে হবে”। বিজ্ঞান বিকাশোমান ব্যবস্থা বাংলাদেশে আমরা প্রযুক্তি সেবায় আনতে পেরেছি। সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ডিজিটল বাংলাদেশ গড়ে তুলেছি। এখন এটাকে পূর্নভাবে গড়ে তোলাই আমাদের মূল কর্মসূচী। আমরা চাই দেশে বিজ্ঞানের বিকাশ ঘটুক। বিজ্ঞানকে কাজে লাগিয়ে সারা দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং জাতীয় বিজ্ঞান প্রযুক্তির আওতায় আনতে হবে। স্কুলে বৈজ্ঞানীক নিন্তা চেতনার গবেষণার মধ্য দিয়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ডিজিটেল প্রযুক্তি হিসেবে মানুষ করতে হবে। আজ সরকারি স্বরুপকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যতায় তিনি এসব কথা বলেন। স্বরুপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারেফ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি অধ্যাক্ষ শাহ আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হামিদ ও সাধারণ সস্পাদক এস এম ফুয়াদসহ অন্যেরা। এ সময় প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২০ এর ২৪টি ষ্টাল পরির্দণ করেন।