মোল্লাহাটে উপজেলা কৃষিসম্প্রসাণ অধিদপ্তরের আয়োজনে (জিকেবিএসপি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আস্তাইল গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার দাস এর সভাপতিত্বে ওই মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ও বক্তব্যদেন কৃষি মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ মশিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপ পরিচালকল (জিকেবিএসপি) উন্নয়ন প্রকল্প কর্মকর্তা আলমগীর বিশ্বাস, অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান।
এছাড়া উপস্থত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, উপ সহকারী-কৃষি কর্মকর্তা সাইফুর রহমান, ইউপি সদস্য সেন্টু খাঁ, কৃষক বাসুদেব সরকার ও বাদল সরকার প্রমূখ।