নিয়োগবিধি সংশোধন ও বেতন আপগ্রেডেশন দাবিতে মোল্লাহাটের সাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করেছে। বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোল্লাহাট উপজেলা সাস্থ্য কমপ্লেক্স চত্বরে এখানকার সকল স্বাস্থ্য সহকারী এ কর্মবিরতি পালন করে। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট অ্যাসোসিয়েশন মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর শিকদার, সাধারণ সম্পাদক মোল্লা মিরাজ আলী, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, স্বাস্থ্য পরিদর্শক দিলিপ কুমার বিশ্বাস ও রেসিয়া খানম প্রমূখ। নেতৃবৃন্দ বলেন-তাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত এ কর্মবিরতি চলবে। তবে, এ ক্ষেত্রে তাদের সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত যাই হোক তারা তাই মেনে নিবে।