কুষ্টিয়ার দৌলতপুরের প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ে বৃহস্প্রতিবার বেলা ১১টায় প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের সাথে মত বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মজনুল কবির পান্নার সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্র বিদ্যালয়ে সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন পিচ এন্ড স্মাইল এর চেয়ারম্যান মোঃ শাহ নেওয়াজ টিটু, আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি থিকে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিচ এন্ড স্মাইলের কর্মকর্তা হারুনার রশীদ, ইমাদুল ইসলাম , ইয়াসির আরাফাত বিজয়, শিক্ষক সেলিম রেজা ইবালা ফেরদৌস অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা সামাজিক দুরত্ব বজায় রেখে অংশ নেয়।