নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কুমিল্লার নাঙ্গলকোটে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ হেলথ ইন্সপেক্টর সেক্ট্রোরাল এসোসিয়েশন নাঙ্গলকোট শাখা। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে স্বাস্থ্য পরিদর্শকদের ১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২ ও স্বাস্থ্য সহকারীদের জন্য ১৩তম গ্রেড প্রদানের মাধ্যমে বেতন বৈষম্য নিরসনের দাবি জানিয়ে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেন।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নাঙ্গলকোট উপজেলা দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক শাহজাহান। এ সময় উপস্তিত ছিলেন, যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক, সৈয়দ ফয়েজ মাহমুদ, গোলাম মহি উদ্দিন সুমন, আমিনুল ইসলাম ফরায়েজি, কামাল হোসেন, আজিজুল হক, জসিম উদ্দিন, সদস্য সচিব শহিদ উল্লাহ চৌধুরী সোহেল, সদস্য ফজলে এলাহি, ওমর ফারুক, জসিম উদ্দিন, কুলসুম আক্তার, আনোয়ার হোসেন ভূঁইয়া, মজিবুল হক প্রমুখ।