বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসাসিয়েশন রায়গঞ্জ শাখার কর্মবিরতী চলছে। নিয়োগ বিধি সংশোধন সহ বেতন আপগ্রেডেশনের দাবিতে সারা দেশে ন্যায় রায়গঞ্জে ২৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে এ কর্মসূচি চলছে। বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসাসিয়েশন সভাপতি মনিরুজ্জামান খান সাধারণ সম্পাদক আরিফুর রহমানকে জানান নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈশম্য নিরশনের দাবিতে ২৬ নভেম্বর ২০২০ থেকে দেশের ১ লক্ষ ২০ হাজার অস্থায়ী টিকাদার কেন্দ্রে টিকা দান কার্যক্রম থেকে বিরত থাকছি। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম থেকে বিরত থাকেবে। দাবি পুরনে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এই কর্মবিরতী অব্যাহত থাকবে।