মৎস্য প্রাণী সম্পাদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধু বলিেছলে কৃষক বাচলে কৃষি বাচলে এবং কৃষিকে রক্ষা করলে দেশ রক্ষা পাবে। কৃষক ও কৃষানীদের চাহিদা মেটাবার জন্য তারা যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও একশতক জমিও যাতে পড়ে না থাকে কৃষকদের এ এই কর্মসূচী প্রধান মন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি এলাকা পতিতো উর্বর জমিতে ফসল ফলাতে হবে এবং যেখানে ধান ও কোন খাদ্য ফসল না হয় সেখানে ফলের গাছ ও ঔষুধি গাছ লাগাতে হবে। রবি মৌসুমে কৃষি পূর্ণবাসন ও প্রনোদণা কর্মসূচীর আওতায় ও ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি এ সব কথা বলেন। পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারেফ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সাবেক এমপি অধ্যাক্ষ শাহ আলম,পিরোজপুর জেলা কৃষিবিদ চিন্মায় রায়,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সস্পাদক এস এম ফুয়াদসহ অন্যেরা।